jol-phoring-lyric

Song: Jawl Phoring
Film: Hemlock Society
Singer : Silajit Majumdar
Music and Lyrics: Anupam Roy
Direction, Script and Screenplay: Srijit Mukherji
Producer: Shree Venkatesh Films.
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Music Label: SVF


তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস

অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?

সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জ্বীনে

কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে ?

 

ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে

আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে,

তারপর বেরোয় মেঘ 

আর তারায় ভরা স্টেশন

একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন

 

তোর  সকাল ঘুম ভেঙে দিতে পারি

তোর  বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে জল ফড়িং

 

ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি

শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি,

একটু শুনতে চাই 

তোর পাঁজর ভাঙ্গা চিৎকার,

অন্য গানের সুর, তোর অদ্ভুত  অহংকার

 

তোর  সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি

তোর  বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর আলপিন দিতে পারি

তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে জল ফড়িং

  • শিরোনামঃ জল ফড়িং 
  • কন্ঠঃ শিলাজিৎ মজুমদার
  • অ্যালবামঃ হেমলক সোসাইটি (Hemlock Society, 22 June 2012)